১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি।। শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ২০২৬ সালের ৭ জানুয়ারি এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশা করেন।
রোববার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, আপনারা জানেন এর প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ বিজিবি র্যাব অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড় এবং সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা উদঘাটনের জন্য আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্য সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ জানুয়ারি মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।











