ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৫ - ৫:২২ অপরাহ্ন

শিরোনাম

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

  • আপডেট: Wednesday, December 3, 2025 - 4:05 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

 

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়, পরীক্ষানিরীক্ষা, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ডেন্টাল সার্ভিস, ওষুধ ব্যবস্থাপনা ও বিতরণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা দীর্ঘদিন ধরে অবহেলিত।

ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা ইতোমধ্যেই দ্বিতীয় শ্রেণির ১০ম গ্রেডে উন্নীত হলেও একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা।

 

তাদের দাবি অনুযায়ী—

০১/১০/২০২৪, ০৩/১২/২০২৪ ও ১১/১২/২০২৪ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

০১/০১/২০২৫ তারিখে স্বাস্থ্য অধিদপ্তর সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর ১০ম গ্রেড প্রদানের প্রস্তাবনা পাঠায়।

সর্বশেষ ১৬/১১/২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন-১ শাখা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রেরণ করা হয়।

 

তারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে দাপ্তরিক জটিলতা, ওপর মহলের চাপ ও লাল ফিতার দৌরাত্ম্যের কারণে ১০ম গ্রেড বাস্তবায়ন থেমে আছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়ন্ত্রিত সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সংসদ ও সচিবালয়ের মেডিকেল সেন্টারসহ সব প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই দাবিতে ঐক্যবদ্ধ রয়েছেন।

 

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামীকাল থেকে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।