ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ৮:৫১ অপরাহ্ন

শিরোনাম

হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই জেলেকে জরিমানা

  • আপডেট: Thursday, October 9, 2025 - 6:47 pm

নিজস্ব প্রতিবেদক।

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার অপরাধে দুইজনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাত্তারঘাট থেকে মোহনা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।

অভিযানে দুই জেলের কাছ থেকে দেড় হাজার মিটার ভাসাজাল এবং একটি বড়শি জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম এবং নৌ পুলিশের এএসআই রমজান আলী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম বলেন,
“হালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”