ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ১০:১৮ অপরাহ্ন

শিরোনাম

হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট: Saturday, December 13, 2025 - 8:28 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোংলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি।
আজ শনিবার সকাল সাড়ে ১০টারয় মোংলা পৌরসভা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে একটি মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
পথসভায় বক্তব্য দেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. নাছির উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব শেখ আ. হানিফ, মোংলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন ও মো. খোরশেদ আলম, মোংলা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, শাহজাহান ফকির, বাবলু ভূঁইয়া, জেলা যুবদল নেতা আলাউদ্দিন এবং সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী প্রমুখ।