হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো।
হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরের নিউ মার্কেট এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে তারা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভে বক্তারা বলেন, শহীদ হাদি আজাদির সংগ্রামে একটি সাহসী নাম। তারা অভিযোগ করে বলেন, দেশকে আবারও আধিপত্যবাদের করদরাজ্যে পরিণত করার অপচেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না। শহীদ হাদির আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অনুপ্রাণিত করবে।
বক্তারা আরও বলেন, ঘটনার পর তিন সপ্তাহ অতিক্রান্ত হলেও হাদি হত্যার সঙ্গে সরাসরি জড়িত মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এটি প্রশাসনের ব্যর্থতা ও উদাসীনতারই প্রমাণ বলে তারা দাবি করেন।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের নেতা তৌসিফ ইমরোজ, এসএম শহিদ, আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।











