ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৪:০০ অপরাহ্ন

হাদির রুহের মাগফিরাত কামনায় ঢাবিতে বাদ মাগরিব বিশেষ দোয়া মাহফিল

  • আপডেট: Friday, December 19, 2025 - 2:12 pm

ডেস্ক রিপোর্ট।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ঢাবি জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুম শরিফ ওসমান হাদীর জানাজার নামাজ আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ওই জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে  শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

 

আগামীকাল শনিবার দুপুর ১২টায় স্মৃতি চিরন্তন চত্বর থেকে সংসদ ভবনের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।