ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

শিরোনাম

হাদির ওপর হামলা নিয়ে রিজভীর বক্তব্য সত্য নয়, আমি এমন কিছু বলিনি: ডিএমপি কমিশনার 

  • আপডেট: Saturday, December 13, 2025 - 7:02 pm

নিজস্ব প্রতিবেদক।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের লোক, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নিজেই।

আপনাকে (ডিএমপি কমিশনার) কোড করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আজ একটি বক্তব্য দিয়েছেন। সে সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘ভুয়া, আমি এমন কোনো কথাবার্তা বলিনি। এ বিষয়ে ইতিমধ্যে একটা রিজয়েন্ডার দেওয়া হয়েছে।’

ডিএমপি কমিশনার বলেন, এআই দিয়ে তৈরি করা একটি ছবি প্রচার করা হয়েছে, সেটি দেখেই তিনি (রুহুল কবির রিজভী) ডিএমপি কমিশনারের বরাতে বোগাস তথ্য ছড়িয়েছেন।