ঢাকা | ফেব্রুয়ারী ২, ২০২৫ - ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের গোলাগুলি: কলা ব্যবসায়ীসহ পথচারী যুবক গুলিবিদ্ধ

  • আপডেট: Sunday, February 2, 2025 - 4:35 am

জাগো জনতা অনলাইন।। রাজধানীর হাতিরঝিলের উলন পোড়াবাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. জিলানী (৫৫) ও শুভ (১৮) নামে দুজন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত জিলানির মেয়ে শেফালী আক্তার জানিয়েছেন তার বাবা একজন রিকশাচালক। তিনি পাশাপাশি কলা বিক্রি করেন, উলন পোড়াবাড়ী বাসার পাশেই রাত সোয়া ৯টায় রাস্তার পাশে তার বাবা কলা বরই বিক্রয় করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়।

এসময় সেখানে অনেকেই দৌড়াদৌড়ি চিল্লাপাল্লা করছিল, হঠাৎ সেখানে তার বাবা পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

তিনি আরো বলেন, তার ছোট ভাই গাজী দৌড়াদৌড়ির সময় সামান্য আহত হয়েছিল। সে বাসায় রয়েছে এছাড়াও সেখানে শুনেছি শুভ নামে এক ছেলেও আহত হয়েছেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. সেলিম বলেন, হাতিরঝিলের উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ওই দুই পক্ষের কেউ গুলিবদ্ধ না হলেও পথচারী একজনের শরীরে গুলি লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

ঢামেক ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শুভ প্রাথমিক চিকিৎসা নিয়েছে ও আহত জিলানীর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তবে আহতরা গুলিবিদ্ধ হয়েছে কিনা সে বিষয় নিশ্চিত হতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা।