ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:০৯ অপরাহ্ন

হাটাশ আদর্শ এফ আই উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

  • আপডেট: Friday, February 28, 2025 - 6:18 am
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগর উপজেলা বাঙ্গরা বাজার থানাধীন হাটাশ আদর্শ এফ আই উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল মাঠে জাঁকজমক ভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান শিক্ষক  মো. শেখ ফরিদ উদ্দিন মোল্লার স্বাগত বক্তব্য-সভাপতিত্বে ও অলিউল্লাহ মাস্টারের সঞ্চালন এতে প্রধান অতিথি মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রহমান, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিউল আলম তালুকদার, হাটাশ আদর্শ এফ আই  উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই শরীফ, আব্দুর রহিম পারভেজ চেয়ারম্যান ৫ নং পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন পরিষদ, জয়নাল মোল্লা, সদস্য সচিব,মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
তাপসী দেবনাথ হাটাশ আদর্শ এফ আই উচ্চ বিদ্যালয়ের  সাবেক শিক্ষার্থী ও মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ চাঁদপুর মেডিকেল কলেজ, সাবেক প্রধান শিক্ষক, আব্দুল মোতালেব মিয়া,
সাংবাদিক,কবি ও কলামিস্ট: মো: আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় সহ-গণমাধ্যম সম্পাদক, সেভেনটি ওয়ান প্রেসক্লাব ও প্রতিষ্ঠাতা সভাপতি, বাংগরা বাজার থানা প্রেসক্লাব।
 আরো উপস্থিত ছিলেন শিক্ষক মাহবুব আলম সরকার,  রিয়াদ আল-দাউদ, মোছা: জান্নাত আক্তার, পলাশ চন্দ্র লোধ প্রমুখ।
উল্লেখ্য: ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।