ঢাকা | নভেম্বর ২৫, ২০২৪ - ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

হাটহাজারীতে ৪টি ইটভাটাকে চার লক্ষ টাকা জরিমান 

  • আপডেট: Tuesday, February 6, 2024 - 12:02 pm
মোহাম্মদ হোসেন , হাটহাজারী :
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর কর্তৃক (৬ ফেব্রুয়ারী) মঙ্গলবার এক অভিযানে হাটহাজার উপজেলার  মির্জাপুর ইউনিয়নের আশেপাশে গড়ে ওঠা ৪টি ইটভাটাকে চার লক্ষ টাকা জরিমানা করেছেন।
ইটভাটা গুলো  সরকারি আইন অমান্য করে ইট তৈরি করছিল।
এ সময় কাদেরিয়া ব্রিকস কোম্পানি , মেসার্স সততা ব্রিকস, কাজী ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও মেসার্স হিমালয় ব্রিকসকে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ)  আইন,২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪০০০০০/- (চার লক্ষ )টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  এ অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর সহকারী পরিচালক নূর হাসান সজীব, হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যগণ, ফায়ার সার্ভিস হাটহাজারী ও সরকার হাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ সহযোগিতা করেন।#