ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৮:১৭ অপরাহ্ন

শিরোনাম

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীর মৃত্যু

  • আপডেট: Wednesday, October 1, 2025 - 5:04 pm

মোহাম্মদ হোসেন, হাটহাজারী (চট্টগ্রাম)।
চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পপি রানী নাথ (৪০) নামের এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাথপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজা মণ্ডপের পাশের বাড়িতে সুজিত কুমার নাথের বসতঘরের জানালা বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় জানালার সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন পপি রানী নাথ। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পৌরসদরের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তবে সেখানে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।