হাটহাজারীতে পরিস্থিতি স্বাভাবিক, সংঘর্ষের পর প্রশাসনের সমঝোতা বৈঠক

মোহাম্মদ হোসেন, হাটহাজারী।। চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি পন্থীদের মধ্যে সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং রাত ১২টার দিকে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে মাদ্রাসায় ফিরে যায়। এরপর থেকে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
তবে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৬৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রাতভর মুখোমুখি অবস্থানে থাকায় চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ১৪৪ ধারা বলবৎ থাকলেও জনজীবন ছিল স্বাভাবিক। এদিন বিকালে মাদ্রাসা কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলন করে হামলার নিন্দা জানায় এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ক্ষতিপূরণের দাবি জানায়। অন্যদিকে একইদিন বিকালে সুন্নি পন্থীরাও আলাদা সংবাদ সম্মেলন করে আটক আরিয়ানকে মুক্তি ও নেতাকর্মীদের হয়রানি না করার আহ্বান জানান।
এছাড়া বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাসের অঙ্গীকার করে কোলাকুলি করেন।
প্রসঙ্গত, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস চলাকালে আপত্তিকর ইঙ্গিত ও অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপক্ষ অপর পক্ষকে দোষারোপ করলেও সচেতন মহল বলছে, এ ঘটনার পেছনে তৃতীয় কোনো পক্ষের উসকানি থাকার সম্ভাবনা রয়েছে।