ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৬ - ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম

হাইকোর্টের আদেশে মনোনয়ন জমা দিলেন কান্না করা সেই প্রার্থী

  • আপডেট: Wednesday, January 14, 2026 - 8:22 pm

শেরপুর প্রতিনিধি।। অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েই কাঁদতে শুরু করে দেন এই প্রার্থী।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে হাইকোর্টে রিট করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। এরপর বুধবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা বলেন, ‘সময়সীমা অতিক্রমের কারণে মনোনয়নপত্র গ্রহণ না করায় আমি হাইকোর্টের শরণাপন্ন হই। আদালতের অনুমোদনের পর আজ মনোনয়নপত্র জমা দিতে পেরেছি। দু-এক দিনের মধ্যে মনোনয়ন বৈধতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কোনো জটিলতা না হলে ঈগল পাখি প্রতীকে শেরপুর-২ আসন থেকে নির্বাচন করবো।