ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

হযরত ফাতিমা (রা.)-এর জীবনীর উপর ইফা’র আলোচনা সভা

  • আপডেট: Tuesday, September 23, 2025 - 12:14 pm

আহমদ বিলাল খান,রাঙ্গামাটি। ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের আয়োজনে জান্নাতী নারীদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তা’আলা আনহা-এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম, বিশেষ অতিথি ছিলেন জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া।

হযরত ফাতেমা (রা.)-এর জীবনাদর্শ ও নারীদের জন্য ইসলামের নির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে ইফা’র উপপরিচালক বলেন, তিনি নবী মুহাম্মদ (সা.)-এর কন্যা এবং ইসলামের চতুর্থ খলিফা আলী (রা.)-কে বিবাহ করেছেন। হযরত ফাতেমা (রা.)’র মাধ্যমে নবী মুহাম্মদ (সা.)-এর বংশধারা পৃথিবীতে টিকে আছে।

তিনি আরও বলেন, হযরত ফাতেমা (রা.) একজন পরিপূর্ণ মানুষের সব গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি সমগ্র নারী জাতির আদর্শ, বেহেশতের নারীদের নেত্রী এবং পবিত্র কোরআন ও হাদীস কর্তৃক ঘোষিত নিষ্পাপ নারী। নারীদের প্রতি আহবান করে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনীর বইগুলি পড়ে হযরত ফাতেমা (রা.)’র চারিত্রিক গুণাবলী শেখা এবং তাদের অনুসরণ করলে ব্যক্তিগত ও সামাজিক জীবন সুসংঘটিত হবে।

ইফা’র রাঙ্গামাটি জেলা ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমেদের সঞ্চালনায় স্বাগতম বক্তব্য রাখেন ফিল্ড অফিসার আলী আহসান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বাইতুল আমান ও বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার শিক্ষিকা এবং প্রায় শতাধিক নারী।