ঢাকা | ফেব্রুয়ারী ২২, ২০২৫ - ৭:৪০ অপরাহ্ন

শিরোনাম

হবিগঞ্জে বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বরসহ নিহত ২

  • আপডেট: Thursday, February 20, 2025 - 2:35 am

হবিগঞ্জ প্রতিনিধি।। ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর সুয়েব (২৫) ও মো. শাহ আলম (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধা ৬টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাম্মণডোরা গ্রামে।

জানা যায়, আগামী ২১ ফেব্রুয়ারি শাহ আলমের বিয়ে। তাই বিয়ের কেনাকাটা ও দাওয়াতের জন্য বন্ধু তানভীর সুয়েবের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নুরপুর এলাকায় অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তানভীর সুয়েব মারা যান। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানভীর সুয়েব মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর শাহ আলমও মারা যান। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।