হঠাৎ টি-টোয়েন্টি দলে বাংলাদেশের চমক
জাগোজনতা স্পোর্টস : ‘সুযোগ থাকলে পেসার নাহিদ রানাকে টি-টোয়েন্টিতে পরখ করতে চাই’—কদিন আগে ঠিক এমনটাই জানিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। কথা রাখলেন এই ক্যারিবীয়ান। ওয়ানডে, টেস্টের পর এবার টি-টোয়েন্টি দলেও সুযোগ পেলেন নাহিদ। তরুণ এই পেসারকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দলভুক্ত করল বিসিবি।
আজ রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে নাহিদ রানার অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেকটা হুট করেই টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হলো তাকে। কেননা এর আগেই টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সেই স্কোয়াডে তাকে রাখা হয়নি। তবে, ম্যাচের ঠিক একদিন আগে তাকে আচমকা দলে নেওয়ার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট।
সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল ভোর ৬টায়। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে না থাকায়, তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন লিটন দাস। বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ চোটের কারণে নেই আরেক ব্যাটার তাওহিদ হয়। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পেসার রিপন মণ্ডল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল ও নাহিদ রানা।