‘সৎ নেতৃত্ব নিষ্ঠাবান শাসক তৈরি করতে হবে’ লামায় মুজাহিদ সম্মেলনে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম
মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান):
লামায় বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও মুজাহিদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই শায়খে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এই পৃথিবীতে মানুষ শুধু মহান আল্লাহর একত্ববাদ-গোলামী করবেন। এর বাইরে অর্থ, ক্ষমতা, বাড়ি-গাড়ির মালিক হলেই শুধু মহান রবের কাছে সম্মানী হওয়া যায় না। কুলি-মজুর, যে কোনো শ্রেণি-পেশায় থেকে আল্লাহর দিদার লাভ করা যায়। সৎ মানুষের সঙ্গে থাকলে মানুষ সৎ হয়, আর অসৎ মানুষের সঙ্গে থাকলে অসৎ হওয়ার প্রবণতা বাড়ে। সুতরাং সমাজে সৎ নেতৃত্ব, নিষ্ঠাবান শাসক তৈরি করতে হবে।
৮ দলীয় জোটের শরিক নেতা ছাড়াও চরমোনাই শায়খে হিসেবে ওলামায়ে সমাজে এই নেতার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর বয়ান শুনতে ও তাঁকে এক নজর দেখতে লামা কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালে আয়োজিত মাহফিলে মানুষের ঢল নামে। সন্ধ্যা থেকে ধর্মীয় আলোচনা, সংগঠনের বার্তা ও দেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তেমন আলোচনা না করলেও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাত পাখা’ প্রতীকে বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামী আন্দোলন বান্দরবান জেলার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদকে ৩০০ আসনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। বান্দরবান জেলা মুজাহিদ কমিটির সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল বশর এর সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা সভাপতি ও হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা ছরোয়ার আলম কুতুবী, মুফতি শওকাতুল ইসলাম, মুফতি মোবাশ্বের বিন আজাহার, মুফতি আবুল হাসান প্রমুখ।
বক্তারা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শৃঙ্খলা ও সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।
রাত সাড়ে দশটার দিকে আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। এ সময় চরমোনাই শায়খে হুজুর সবাইকে তওবা পাঠ করান। এর আগে সন্ধ্যা থেকে ওয়াজ মাহফিলে কোরআন-হাদিসের তরজমা ও আলোচনা করেন লামা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহীম সাদেকী ও লামা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম নছিম।











