স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য মফিজুল সিআইডির জালে
নিজস্ব প্রতিবেদকঃ স্বর্ন চোরাচালান চক্রের সদস্য মোঃ মফিজুল ইসলাম (৪৫) কে ফকিরাপুল কাঁচাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি।
রোববার (২৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করেন সিআইডির চৌকস টিম।
সিআইডি জানায়, আটককৃত মফিজুলের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার খোদ্দা গ্রামে। তাঁর বাবার নাম আবুল কাশেম শেখ।
সিআইডি আরও জানায়, গত ১৪/০৯/২০২১ তারিখে কাষ্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মালিবাগ হতে বিমানবন্দর হয়ে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন লিঃ এর একটি নন এসি বাস (গাড়ী নং-ঢাকা মেট্রো-ব ১৪-৯৫১৪) এর ড্রাইভারের সীটের নিচে লুকায়িত সাদা স্কসটেপ দিয়ে মোড়ানো ৫৮টি স্বর্ণের বার, যার ওজন ৬.৭৬০(ছয় কেজি সাত শত ষাট গ্রাম) ও আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,৭৩,৫৫,০০০/-(চার কোটি তিয়াত্তর লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা জব্দ করে। এসময় মোঃ শাহাদৎ হোসেন(২৯), ড্রাইভার, মোঃ ইব্রাহীম(২৭) হেলপার ও মোঃ তাইকুল ইসলাম(২৬) সুপারভাইজার-দের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে বিমানবন্দর (ডিএমপি) থানার মামলা নং-১৭, তারিখ-১৬/০৯/২০২১ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের বিশেষ আইনের ২৫-বি মামলাটি দায়ের করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ শাহাদৎ হোসেন(২৯) ও মোঃ ইব্রাহীম (২৭) বিজ্ঞ আদালতে স্বর্ণ চোরাচালানের সাথে মোঃ মফিজুল ইসলাম(৪৫) এর জড়িত থাকার কথা উল্লেখ করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার মোতাবেক জবানবন্দি প্রদান করে।
এর প্রেক্ষিতে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএমের নির্দেশনায়, বিশেষ পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা এর তত্বাবধানে সিআইডি ঢাকা মেট্রোর একটি টিম মোঃ মফিজুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করে।