স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ডাকসুর নেতৃত্বে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক।। জুলাই আন্দোলনের অন্যতম সারথি ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় শ্যুটারকে গ্রেপ্তারে ব্যর্থতাকে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতা দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ডাকসুর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদের নেতৃত্বে মন্ত্রনালয় অভিমূখে শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ বের করা হয়।
এই সময় তারা ‘আলু মারো তালে তালে, জাহাঙ্গীরের দুই গালে’, ‘হাদিকে গুলি কেন, জাহাঙ্গীর জবাব দে’, ‘লীগ ধর ধোলাই কর’, ‘সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের জানান, আমরা ডাকসুর সামনে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নিবো।











