স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
বিশেষ প্রতিনিধি।। শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। সংগঠনটি এ অবস্থার জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় এ ব্লকেড কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রনেতারা ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট’, ‘হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক, দুই, তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচি সম্পর্কে জাতীয় ছাত্র শক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবে যাতে জন দুর্ভোগ কম হয়।
উল্লেখ্য, জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনায় এ কর্মসূচি পালিত হয়।











