স্বপ্নকুঁড়ি শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
চট্টগ্রাম ব্যুরো।
দখিন হাওয়া লিটল ম্যাগ এবং শিশু-কিশোর সংগঠন শৈশব ও শিক্ষার আয়োজনে স্বপ্নকুঁড়ি শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা নগরীর ফয়েজ লেকস্থ গ্যালারিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শনিবার (৩ জানুয়ারি) দখিনা প্রোডাকশন কর্তৃক আয়োজিত স্বপ্নকুঁড়ি শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫-এর আহ্বায়ক বিশিষ্ট লেখক ও রাইজ এন্ড শাইন স্কুলের প্রতিষ্ঠাতা ফারহানা সারমিনের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রাইজ এন্ড শাইন স্কুলের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল ইসলাম, রাইজ এন্ড শাইন স্কুলের পরিচালক আহমেদ গণি খোকন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে হানিয়া, ডা. সামুনূর নাহার চৌধুরী তাসফিয়া।
নাট্যজন ও আবৃত্তিশিল্পী সায়েম উদ্দীনের সঞ্চালনায় কবিতা আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী এম এ তাহসিন, নিলান্তিকা, ত্রিধা পাল মান ও স্বহৃদ্ধি চক্রবর্তী। নৃত্যশিল্পী সৌরভ ভট্টাচার্যের পরিচালনায় নৃত্য পরিবেশন করে কালার্স একাডেমির খুদে নৃত্যশিল্পীরা।
সাংস্কৃতিক পরিবেশনা ও বক্তব্যমালা শেষে পুরস্কার বিতরণী পর্বে পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন জেমিমা খান, ত্রিধা পাল মান, সাইফ আল-দ্বীন, ওয়াজিহা আয়েশা, উমামা রহমান, নিলান্তিকা বড়ুয়া, আদ্রি চৌধুরী, লামিয়া, সমৃদ্ধি চক্রবর্তী, স্বহৃদ্ধি চক্রবর্তী, সামিয়া, উমর ফারুকসহ অনেকে।
স্বপ্নকুঁড়ির এই আয়োজনকে সার্থক ও সুন্দর করে তুলেছে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই—জানান সম্মানিত বক্তারা।











