ঢাকা | অক্টোবর ৭, ২০২৫ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

স্তন ক্যানসার সচেতনতায় নারীদের পাশে থাকতে হবে – চসিক মেয়র

  • আপডেট: Wednesday, October 1, 2025 - 5:44 pm

নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রামের
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্তন ক্যানসার সচেতনতায় ধরনের উদ্যোগ এর আগে নেওয়া হয়নি। শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে পুরুষদেরও বিষয়ে সচেতন হতে হবে এবং নারীদের পাশে থেকে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে যে বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে, তা সারা দেশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বুধবার ( অক্টোবর) চট্টগ্রামে স্তন ক্যানসার সচেতনতা মাসের উদ্বোধন ্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র আরও বলেন, সুস্থ নগরী গড়তে হলে নাগরিকদের স্বাস্থ্য সচেতন হতে হবে। স্তন ক্যানসারের বিরুদ্ধে ভীতি দূর করে প্রতিরোধ, প্রাথমিক সনাক্তকরণ চিকিৎসার দিকে মনোযোগী হতে হবে। অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়, তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও সচেতন হতে হবে। উদ্বোধনী শোভাযাত্রাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে জিইসি মোড়ের বিএমএ ভবনে শেষ হয়। এতে দৈনিক আজাদীর সম্পাদক এম. মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. . রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার কে আজাদসহ চিকিৎসক, শিক্ষার্থী, নার্স, সিটি কর্পোরেশন স্বাস্থ্য শিক্ষা বিভাগের কর্মকর্তাকর্মচারী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করেন। একই দিনে দুপুরে সিএসসিআর কনফারেন্স রুমে বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কনসালটেশন কার্যক্রমের উদ্বোধন হয়। সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং কনসালটেশন সেবা দেওয়া হবে। নিবন্ধিত রোগীরা প্রয়োজনীয় পরীক্ষায় শতকরা ৫০ ভাগ ছাড়ও পাবেন। কর্মসূচির প্রথম দিনে ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করেন।