ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৭:১৫ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী কলেজে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে ভিডিওচিত্র প্রতিযোগিতার আয়োজন

  • আপডেট: Thursday, July 13, 2023 - 10:20 am

ক্যাম্পাস প্রতিনিধিঃ আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ে ভিডিওচিত্র প্রতিযোগিতার আয়োজন করছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ।

আজ ১৩ই জুলাই (বৃহস্পতিবার) অধ্যক্ষ মোঃ মোহসিন কবীর ও জাতীয় শোক দিবস পালন কমিটি ২০২৩ এর আহ্বায়ক স্বাক্ষরিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি মাধ্যমে এ প্রতিযোগিতার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী ভিডিওচিত্র নির্মাণ করে আগামী ১৬ জুলাই- ২০২৩ তারিখের মধ্যে ইমেইল :[email protected]এ প্রেরণ করতে বলা হয়েছে।

ভিডিওচিত্র তৈরির জন্য নির্দেশনাবলী:

১. ভিডিও ধারণের ক্ষেত্রে যে কোনো মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে।
২. মোবাইলে ভিডিওটি ধারণের ক্ষেত্রে আড়াআড়িভাবে (১৬:৯ অনুপাত) করতে হবে।

৩.ভিডিওটি ধারণের সময় স্থির ভিডিও পেতে ট্রাইপড বা স্ট্যান্ড ব্যবহার করা সব থেকে সুবিধাজনক।

8. ভিডিও ধারণের সময় অপ্রয়োজনীয় শব্দ (নয়েজ) বাদ দিতে হবে।

৫. আমার চোখে বঙ্গবন্ধু’ ভিডিওটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ এবং কর্ম ও ব্যক্তিজীবন প্রাধান্য পাবে।

৬.ভিডিওতে বক্তব্য স্পষ্ট হতে হবে।

৭. কপিরাইট রয়েছে এমন ভিডিও বা অডিও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভিডিওটির ব্যাপ্তি সর্বোচ্চ
৮. ০১ (এক) মিনিট হতে হবে।

৯.ভিডিও সম্পাদনার সময় লক্ষ্য রাখতে হবে যেন দর্শকের দৃষ্টিকোণ থেকে যথাযথভাবে ভিডিওটি উপস্থাপিত হয়।

১০. ভিডিও-র মধ্যে প্রতিযোগীর নাম, শ্রেণি, প্রতিষ্ঠানের নাম, থানা- কোতয়ালী এবং মোবাইল নম্বর দিতে হবে।