ঢাকা | জানুয়ারী ১২, ২০২৬ - ৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম

সেন্টমার্টিনে গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

  • আপডেট: Monday, January 12, 2026 - 6:26 pm

টেকনাফ প্রতিনিধি।
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত রবিবার সন্ধ্যা ৬টায় সেন্টমার্টিনের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও নগদ ১,৬০০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।