ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোনের অভিযানে ভারতীয় চোরাচালানের বিপুল পরিমাণ কম্বল জব্দ

  • আপডেট: Tuesday, November 18, 2025 - 8:54 pm

 

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি)।

রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে লংগদু উপজেলার গাঁথাছড়া চিটাগাং টিলা এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের মাধ্যমে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত জোন কমান্ডারের নির্দেশনায়, একটি টহলদল নদীপথে মাইনি–গাঁথাছড়া নদীপথে বিশেষ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার বিকালে টহল দলটি গাঁথাছড়া ব্রিজের অদূরে গোপনে অবস্থান করে। চোরাকারবারী দল সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে নৌকা থেকে নেমে যায় এবং শুধুমাত্র মাঝিকে দিয়ে কম্বলের নৌকা পাঠিয়ে দেয়। আনুমানিক ২.৩০ ঘটিকার সময় চিটাগাং টিলা এলাকায় কাপড় দিয়ে ছাউনি আবৃত করা একটি নৌকা আসতে দেখা যায়।

কাপড় দিয়ে মোড়ানো নৌকা দেখা গেলে সন্দেহজনক মনে হলে নৌকাটিকে থামতে বলে সেনাবাহিনী। পরবর্তীতে নৌকা হতে নৌকা ভর্তি ভারতীয় চোরাচালানের কম্বল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত চোরাচালান মাইনি ও লংগদু এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।

লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।