ঢাকা | মার্চ ১৪, ২০২৫ - ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম

সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে ১শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

  • আপডেট: Friday, March 14, 2025 - 2:11 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সদর জোন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম।

এদিন প্রত্যেক স্থানীয় ও অসচ্ছল পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি করে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শনস্বরূপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ-নির্বিশেষে সবাই আমরা একসঙ্গে থাকব এবং একে অপরকে সহায়তা করব।

এ সময় ঈদের আগে খাগড়াছড়ি জোনের এই মানবিক ও সামাজিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্থানীয়রা এমন উদ্যোগের প্রশংসা করেন।