ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলকুচিতে বর্ণাঢ্য র‍্যালি- আলোচনা সভা

  • আপডেট: Wednesday, August 20, 2025 - 3:58 pm
মো. কামরুল ইসলাম (সিরাজগঞ্জ)।। গৌরব ঐতিহ্য সংগ্রামের মাসে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নানা আয়োজনের মধ্যেদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বুধবার বিকালে র‍্যালিতে স্বেচ্ছাসেবক দলের পৌর-ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড এবং ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে শ্লোগান দিয়ে বেলকুচি অনার্স কলেজ প্রাঙ্গনে এসে হাজির হয়। র‍্যালিটি বেলকুচি থানার সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ  কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক মামুন হাসেমী দিপু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাইরুল ইসলাম আইয়ুব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজ সেবা বিষয়ক সম্পাদক মামুন হাসেমী দিপু।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যেমন চলছে তেমনি নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। এ অবস্থায়  স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদেরকে ও বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনের ন্যায় কাজ করার জন্য আহবান জানান।
বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  যুগ্ন – আহবায়ক
সাংবাদিক তানভীর শাকিল, বেলকুচি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম সরকার,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  ওমর ফারুক পলাশ,এছাড়া আরো উপস্থিত ছিলেন -সিনিয়র যুগ্ম-আহবায়ক এস এম রাজিব হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-  আহবায়ক আজিজুল হকইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।