ঢাকা | নভেম্বর ২৬, ২০২৫ - ৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম

সুষ্ঠু নির্বাচনে যারা আসবে তাদের অভিনন্দন: জামায়াতের আমির 

  • আপডেট: Wednesday, November 26, 2025 - 9:32 am

জাগো জনতা অনলাইন।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেই ক্ষমতায় আসুক তাদের অভিনন্দন জানাবে জামায়াত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের উদ্যোগে মিরপুরের পিএসসি কনভেনশন হলে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, স্বৈরাচার সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারেনি। দেশ গড়ার কাজে নারী-পুরুষ সবাই অংশ নেবে।

তিনি আরও বলেন, কেউ যদি চোখ, মুখ না ঢাকেন জামায়াত কাউকে বাধ্য করবে না। জামায়াতের অঙ্গীকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, এখনো সংস্কার হয়নি, কেউ না কেউ কোনো না কোনো সংস্কারে বাধা দিয়েছে। এটা চাই না, ওটা চাই না। শুধু চায় নির্বাচন। তবে আমরা যেনতেন নির্বাচন চাই না। সুষ্ঠু নির্বাচন চাই।

এর আগে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত রিপাবলিক অব কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রিফাত লতিফি। গতকাল বিকালে জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়।