ঢাকা | ডিসেম্বর ১৮, ২০২৫ - ৫:০৩ অপরাহ্ন

শিরোনাম

সুব্রত বাইনের মেয়ে বিথী পাঁচদিনের রিমান্ডে

  • আপডেট: Thursday, December 18, 2025 - 2:25 pm

আদালত প্রতিবেদক।। রাজধানীর হাতিরঝিল থানায় যুবদল নেতা আরিফ হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীর ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

 

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আরিফ রেজা রিমান্ডের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশার দায় স্বীকার
গত সোমবার (১৫ ডিসেম্বর) কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে বিথীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসম্বের) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে মামলার মূল নথি না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রাখা হয়।

এদিন শুনানিকালে খাদিজা ইয়াসমিন বিথীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট বাদল মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।