ঢাকা | জানুয়ারী ১১, ২০২৬ - ৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

সুন্দরবনে সাড়ে ১২ মন অবৈধ কাকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

  • আপডেট: Saturday, January 10, 2026 - 6:05 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে আহরিত ১২ মন ২৫ কেজি কাকড়াসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। সুন্দরবন সংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ কেজি কাকড়া জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাকড়া আহরণের অপরাধে ৫ কাকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা।

আটক ব্যবসায়ীরা খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি এলাকার বাসিন্দা।
কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২ মাস সুন্দরবনে থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।