ঢাকা | অক্টোবর ৩০, ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

শিরোনাম

সুন্দরবনে ‘বনদস্যু বাহিনীর সদস্য’ অস্ত্র ও গুলিসহ আটক

  • আপডেট: Thursday, October 30, 2025 - 4:19 pm

স্টাফ রিপোর্টার, মোংলা।। সুন্দরবনে কোস্টগার্ড অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে।

বৃহস্পতিবার ভোর ৬টায় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খাল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।

আটক ৩২ বছর বয়সী আব্দুর রহিম বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা।

সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান ‘করিম শরীফ বাহিনীর’ সদস্য দাবি করেছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান করিম শরীফ বাহিনীর সদস্য রহিম বনের মধ্যে অবস্থান নেওয়া দস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছে বলে সংবাদ পায় কোস্ট গার্ড।

“সেখানে অভিযান চালানো হলে রহিম কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালোনের চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক এবং তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়।”

রহিমের বিরুদ্ধে বনদস্যু করিম শরীফকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা।