সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার, আটক ছয়
স্টাফ রিপোর্টার, মোংলা।। সুন্দরবনে অপহৃত দুই পর্যটক ও রিসোর্ট মালিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রবিবার রাতে সুন্দরবন সংলগ্ন গাজী ফিসারিজ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বনদস্যু মাসুমবাহিনী গত শুক্রবার বিকালে সুন্দরবনের কেনুয়ার খাল থেকে তাদের অপহরণ করে। এরপর কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযানে নামে।
তিনি জানান, ওই সময় বনদস্যুরা সাত জনকে জিম্মি করে। তবে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয়। পরে জিম্মিদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ৪০ লাখ মুক্তিপণ দাবি করে। যৌথবাহিনীর অভিযানে প্রথমে বনদস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদারসহ তিনজনকে গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
পরে সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে দস্যুদলের সহযোগী আলম মাতব্বরকে আটক করা হয়। একই দিনে খুলনার রূপসার পালেরহাট এলাকা থেকে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি ও মোবাইলভিত্তিক আর্থিক লেনদেন পরিষেবা প্রদানকারী অয়ন কুন্ডুকে আটক করা হয়। প্রধান ডাকাত মাসুম মৃধাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।
এছাড়া ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে জিম্মির শিকার দুই পর্যটক ও রিসোর্টের মালিককে উদ্ধার করা হয়েছে সুন্দরবনের গাজী ফিশারিজ এলাকা থেকে। মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পর্যটকদের পরিবারের কাছে পাঠাতে এবং আটক ডাকাত সহযোগীদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।











