কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে প্রথম অভিযানটি গত রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন গহিন সুন্দরবনে পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল অভিযান চালালে দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড খালি খোসাসহ জিম্মি অবস্থায় থাকা চার জেলেকে উদের উদ্ধার করে। পরে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জঙ্গলের ভেতর পালিয়ে যায়। উদ্ধার হওয়া জেলেদের সোমবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে এর কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার মধ্যরাত ২টার দিকে একই স্টেশনের আরেকটি দল কয়রা নদীর ময়দাপেশা খাল ও আশপাশের এলাকায় অভিযান চালায়। সেখানে তল্লাশি করে ৭২ কেজি তাজা হরিণের মাংস, দুটি হরিণের মাথা, ৩০০ মিটার দীর্ঘ ফাঁদের জালসহ চার হরিণ শিকারিকে হাতেনাতে আটক করা হয়।