ঢাকা | জানুয়ারী ১৯, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত, জিম্মি আরো তিন সদস্য

  • আপডেট: Monday, January 19, 2026 - 8:59 pm

জাগো জনতা অনলাইন।। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় জিম্মি রয়েছেন র‍্যাবের অন্তত আরও ৩ সদস্য।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত র‍‍্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের অন্তত ৩ সদস্য।

র‍‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সিরাজুল ইসলাম।

জানা গেছে, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি এখনো সশস্ত্র পাহারায় নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।