সিরিয়াতে আসাদের পতন যা বললেন বাইডেন
জাগোজনতা অনলাইন : সিরিয়ায় বাশার আল-আসাদের পতন সিরিয়ানদের জন্য ঐতিহাসিক সুযোগ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাশার আল-আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত। সিরিয়ার এই রাজনৈতিক উত্থান সিরীয়দের জন্য দেশ পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ। ন্যায়বিচার পাওয়ার জন্য একটি মৌলিক কাজ ছিল সরকারের (আসাদের) পতন।
বাইডেন আরও বলেন, ‘বিদ্রোহী বাহিনীর তোপের মুখে সিরিয়ায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে আসাদ ও তার পিতার নৃশংস কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে। এই স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা নিশ্চিত নই যে তিনি কোথায় আছেন, যদিও তিনি মস্কোতে আছেন বলে জানা যাচ্ছে।’
এ সময় বাইডেন জানান, সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের বিরুদ্ধে সতর্ক থাকবে তার দেশ। তিনি বলেন, আমরা স্পষ্ট করতে চাই যে, আইএসআইএস (ইসলামিক স্টেট গ্রুপ) এই পরিস্থিতিতে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেয়ার চেষ্টা করবে। তবে আমরা এটি হতে দেব না।
এদিকে রোববার ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, তাদের বাহিনী আইএস নেতৃবৃন্দ, কর্মী ও শিবির লক্ষ্য করে ৭৫টির বেশি হামলা চালিয়েছে। এ হামলার উদ্দেশ্য ছিল আসাদ সরকারের পতনের পর আইএস যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা।
এদিকে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন সিরিয়ার স্বৈরশ্বাসক বাশার আল-আসাদ। রাজনৈতিক আশ্রয়ে পরিবারের সদস্যরাসহ তিনি মস্কোয় অবস্থান করছেন।
রাশিয়ার বার্তাসংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে রয়টার্সের বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
এর আগে রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয়ার ঘোষণা দেয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি।
উল্লেখ্য, আসাদ তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ২০০০ সালে ক্ষমতায় বসেন। তার বাবাও ২৯ বছর ধরে সিরিয়া শাসন করেছেন। তিনিও অনেকটা তার ছেলে বাশার আল-আসাদের মতোই। দমনপীড়ন চালিয়ে জোর করে ক্ষমতা আঁকড়ে ছিলেন।