ঢাকা | অক্টোবর ১৩, ২০২৫ - ১২:০১ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগেঞ্জ মুসলিম উম্মাহর ঐক্য আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার 

  • আপডেট: Saturday, October 11, 2025 - 8:02 pm
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। মাজলিসুল মুফাসসিরীন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুসলিম উম্মাহর ঐক্য আলেমদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে সিরাজগঞ্জ রোড চত্বরে সিদ্দিক প্লাজার হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রায় হাজার খানেক আলেম ওলামা  উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন মাজলিসুল মুফাসসিরীন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান। তিনি সিরাজগঞ্জ-৪  (উল্লাপাড়া – সলংগা)  আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে আলেমদের ভূমিকা অপরিসীম। আলেমরা দেশের সব যায়গায় অবদান রেখেছেন। আমি আসা করি আসন্ন জাতীয় নির্বাচনে তারা অবদান রাখবে। একইসঙ্গে দেশের মানুষকে ইসলামের পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা অধ্যাপক আ. সামাদ। তিনি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলার আমির মাওলানা মো. শাহিনুর আলম। তিনি সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। বকংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মো. আলী আলম। তিনি বেলকুচি-চৌহালী আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি সিরাজগঞ্জ  (সদর ও কামারখন্দ) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। বাংলাদেশে জামায়াতের ইসলামীর শাহজাদপুর উপজেলার আমির অধ্যাপক মিজানুর রহমান। তিনি শাহাজাদপুর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মাওলানা মো. সোলায়মান আলী উপস্থিতি ছিলেন।
সেমিনারে জেলার বিভিন্ন ঘরানার বিশেষ করে কওমী , আলীয়া, আহলে হাদীস অঙ্গনের সহাস্রাধীক ওলামা মাশায়েখগন উপস্থিত ছিলেন।