ঢাকা | ফেব্রুয়ারী ২০, ২০২৫ - ২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে হার্টের ফুটোসহ রক্তের সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন শিশু সাদিক, অর্থের অভাবে বন্ধ চিকিৎসা

  • আপডেট: Sunday, February 16, 2025 - 11:50 am
আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : হার্টের ফুটো ও রক্তের সংক্রমনে আক্রান্ত শিশু সাদিক (১১) বাঁচতে চায়। গরীব পরিবারের অর্থের অভাবে চিকিৎসায় দেখাদিয়েছে অনিশ্চয়তা। বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে সাদিক। বিত্তবানদের আর্থিক সহায়তা কামনা করন শিশুটির বাবা- মা।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বুলাকীপুর গ্রামের ভ্যান চালক রাসেল ও সুফিয়া বেগমের একমাত্র ছেলে শিশু সাদিক।
উপজেলার ধানগড়া ইউনিয়নের বুলাকীপুর গ্রামের ভ্যান চালক রাসেল আহমেদ ও সুফিয়া বেগম খুশি’র একমাত্র ছেলে শিশু সাদিক। তার চিকিৎসায় ৫-৬ লাখ টাকার প্রয়োজন। পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না বলে জানায় শিশুটির পরিবার।
শিশু বিশেষজ্ঞ ডা. আতিকুর রহমান খান জানান, সাদিকের হার্টে জন্মগত ফুটো ও রক্তে সংক্রমণ রয়েছে । উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে হার্টে অপারেশন ও অন্যন্য রোগের চিকিৎসা করাতে হবে।
কান্নাজড়িত কণ্ঠে সাদিকের মা বলেন, অপারেশন করতে প্রায় ৬ লাখ টাকা খরচ হবে। একদিকে স্বামী সন্তান অসুস্থ, অন্যদিকে দেনাদার চাপ।সাদিকের দরিদ্র বাবা রাসেলের পক্ষে কোনো ক্রমেই  এতো টাকা সংগ্রহ করা সম্ভব নয়।  এ সময় তিনি ছেলের অপারেশনের জন্য সরকার এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি।
সাদিকের বাবা রাসেল আহমেদ বলেন, চোখের সামনে ছেলের কষ্ট দেখে আর সহ্য করতে পারছি না। নিয়মিত ঔষধ না খাওয়ালে শ্বাসকষ্ট শুরু হয়ে শরীর নীল হয়ে যায়। সারা রাত ঘুমায় না। কিছু খেতেও চায় না। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে।
সরেজমিনে হাসপাতালে গেলে সাক্ষাৎ মেলে সাদিকের। সাদিকের বাবা এক বেডে চিকিৎসাধীন। পাশের অন্য বেডে বসে আছে সাদিক। অথচ সে নিজেও জানে না যে, সে জটিল রোগে আক্রান্ত। ডাক্তারি পরামর্শ মোতাবেক দ্রুত অপারেশন এবং চিকিৎসা করাতে হবে। অপারেশন ও চিকিৎসার এতো টাকা সে কোথায় পাবে ?
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ জানান, সমাজসেবা অধিদপ্তর থেকে বিশেষ কয়েকটি রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক  সহায়তা দেওয়া হয়।
 তবে চিকিৎসার  কাগজপত্র দিয়ে আবেদন করলে  কোনভাবে অর্থনৈতিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। #