ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ৩:১৩ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে মৎস্য চাষিদের হুমকি ও লাঞ্চিতের অভিযোগ

  • আপডেট: Saturday, March 1, 2025 - 12:31 pm

আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে সুফলভোগী মৎস্য চাষি সমিতির সদস্যদের নিকট থেকে পুকুর ছিনিয়ে নেয়ার চেষ্টায় সমিতির সভাপতিকে লাঞ্চিত সহ না না হুমকি ধামকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী সদস্যরা নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সোনাখাঁড়া ইউনিয়নের সোনাখাঁড়া গ্রামে অবস্থিত রুদ্রদিঘী নামক সরকারি একটি খাষ পুকুর গত ১৯/০২/২০২৫ ইং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে এলাকার আব্দুল মান্নানকে সভাপতি করে সুফলভোগী মৎস্য চাষি সমিতির কমিটি অনুমোদন দেয় । অনুমোদন পেয়ে সকল সদস্য মিলে পুকুরটি পরিষ্কার করে মাছের পোনা ছাড়েন এবং নিয়মিত পরিচর্যা করে আসছিলেন।

ঘটনার দিন ২৭ফেব্রুয়ারী শ্রীরামপুর গ্রামের হোসেন আলী হাজীর ছেলে সিরাজুল ইসলাম( তোতা) ও বন্দে আলী হাজীর ছেলে সুলতান মাহমুদ (দুলাল) সহ কতিপয় প্রভাবশালীরা সমিতির সভাপতি আব্দুল মান্নানকে ডেকে নিয়ে ওই রুদ্রদিঘী পুকুরটি তাদেরকে ছেরে দিতে বলেন। আব্দুল মান্নান তা অস্বীকার করলে তাকে লাঞ্চিত সহ নানা ধরনের হুমকি প্রদর্শন করেন । এ ব্যাপারে সভাপতি আব্দুল মান্নান নিরাপত্তা ও ন্যয় বিচার চেয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এ ব্যপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টা তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করাহবে।