আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহঃ সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, দেশে সুষ্ঠ নির্বাচন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হবে ইনশাআল্লাহ। কারণ মানুষ আর কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ ,সন্ত্রাসী ,দখলদার, লুটেরাদের ভোট দেবে না। তার প্রমাণ আমরা ডাকসু, জাকসু, চাকসু, ও রাখসু নির্বাচনে দেখেছি।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রধান কাজ হবে দুর্নীতি চিরতরে বন্ধ করা। একইসঙ্গে সকল বৈষম্য দূর করা, নারীদের যথাযথ সম্মানীত করা, বেকার সমস্যা সমাধান করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শায়েখ ড. অধ্যাপক মাওলানা আ. সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আ. সালাম, অধ্যক্ষ আলী আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন ও অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানসহ সকল উপজেলা আমীররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।