ঢাকা | আগস্ট ৩০, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট: Friday, August 29, 2025 - 9:42 am
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) জামায়াতের নির্বাচনী কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  এ আসনে জামায়াতের  মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।
আজ শুক্রবার সকালে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল লতিফের সভাপতিত্বে এ কর্মশালা পরিচালনা করা হয়।
সদস্য সচিব অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের  আমীর মাওলানা শাহীনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক জুবায়ের হোসেন, মো. হাফিজুল ইসলাম, সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অফিস সম্পাদক আব্দুল কাদের ইমন, কামারখন্দ উপজেলা আমীর, নায়েবে আমীরসহ জামায়াত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের কাজ হবে আগামী নির্বাচনে যেন মানুষ নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে।