বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেলের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়। বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধনের অংশ হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কার্যক্রমের সূচনা করা হয়।
র্যালি শেষে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ নিয়ামত আলী খান হিমেল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রত্যেক চালক, যাত্রী ও পথচারীকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হয়েছে। আধুনিক, প্রযুক্তিনির্ভর, টেকসই ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলাই সরকারের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিআরটিএ কাজ করছে। পাশাপাশি উন্নত প্রশিক্ষণ ও প্রচার-প্রচারণার মাধ্যমে দুর্ঘটনা কমানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। আমরা বিশ্বাস করি, সচেতনতা ও নিয়ম মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন— মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক, র্যাব-১২, সিরাজগঞ্জ, মোঃ জাহিদুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ সিরাজগঞ্জ, শামসুল আলম, আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, মোঃ জাহিদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা অটো-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন, মোঃ শফিকুল ইসলাম টিটো, সড়ক ও প্রচার সম্পাদক, ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপ, সজিব সরকার, ছাত্র প্রতিনিধি
এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) শেখ মাহতাব উদ্দিন আহমেদ,মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম,সহকারী মোটরযান পরিদর্শক মোঃ আল ইমরান,
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট দলের সদস্য, গার্লস ইন রোভার, নিসচা জেলা শাখার সদস্যবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন এবং আইন বাস্তবায়নের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে লন্ডনে চিকিৎসাধীন নিসচা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।