ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী 

  • আপডেট: Monday, September 22, 2025 - 12:41 pm
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জে পবিত্র ঈদ- এ – মিলাদুনবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে দশটায় সিরাজগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন কলেজের উদযাপন কমিটি।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ  মো.  আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঈদ- ই- মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটি -২০২৫ এর সদস্য  সচিব, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী এবং  কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মো. সাইদুর রহমান বাচ্চু, আদর্শ শিক্ষক ফেডারেশন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম।
মুখ্য আলোচক ছিলেন, হাজী আহমাদ আলী আলিয়া মাদ্রাসা, সিরাজগঞ্জের প্রধান মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, ঈদ- ই- মিলাদুন্নবী (স.) উদযাপন কমিটি -২০২৫ এর আহবায়ক, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.এইচ. এম. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম তালুকদার এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো. জমির উদ্দিন।
এসময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক,  শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।