শনিবার ( ৬ সেপ্টেম্বর ) সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ একেএম শামসুদ্দীন সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) গনপতি রায়। পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলোয়াত করেন নতুন ভাঙ্গা বাড়ি কাসিমুল উলুম মোহাম্মাদীয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল হক।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, মোঃ এনামুল হক,সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইশারত আলী।
আলোচনা সভা শেষে ফাতিহা শরীফ পাঠ ও মুসলিম উম্মা,দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে রাসুল ( সাঃ ) এর শানে নিবেদিত কবিতা আবৃত্তি, হামদ-নাত, জীবনভিত্তিক রচনা, আযান ও ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদ বিতরণ করা হয়।