ঢাকা | জুলাই ১৭, ২০২৫ - ৫:০০ অপরাহ্ন

শিরোনাম

সিকিউরিটিজ আইন লঙ্ঘন: তানিয়া ও মাহবুব ৫ বছরের জন্য নিষিদ্ধ

  • আপডেট: Sunday, July 13, 2025 - 12:16 pm

নিজস্ব প্রতিবেদক।। সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারকে ৫ বছরের জন্য পুঁজিবাজার সম্পর্কিত কার্যকলাপ থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রিং শাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর বিধানগুলো গুরুতর লঙ্ঘনের অভিযোগে এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে।

বিএসইসির আদেশে বলা হয়, বিএসইসি সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারের কর্মকাণ্ড রিং শাইন টেক্সটাইলের আইপিও ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর বিধানগুলোর গুরুতর লঙ্ঘন করেছে। এই অধ্যাদেশের আরও লঙ্ঘন ঘটাতে পারে, যা বাংলাদেশের পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নকে বিরূপভাবে প্রভাবিত করছে ও করবে। সেহেতু কমিশন মনে করে, তানিয়া শারমিন এবং কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারকে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আদেশে আরও বলা হয়, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ. মজুমদারকে এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছরের জন্য বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত যে কোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে বিরত রাখার নির্দেশ দিচ্ছে। কমিশন বর্তমান বাজার মধ্যস্থতাকারী এবং ভবিষ্যতের যেকোনো মধ্যস্থতাকারী, তালিকাভুক্ত কোম্পানি বা ভবিষ্যতের তালিকাভুক্ত কোম্পানি এবং সিকিউরিটিজ আইন, নিয়ম ও প্রবিধানের তত্ত্বাবধানে থাকা অন্য যেকোনো ব্যবসায়িক সত্ত্বাকে উক্ত সময়ের জন্য যেকোনো দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছে।