ঢাকা | অক্টোবর ১৮, ২০২৫ - ৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

সিইপিজেডের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে ১৭ ঘন্টা পর

  • আপডেট: Friday, October 17, 2025 - 6:14 pm

নিজস্ব প্রতিবেদক।
সাড়ে ১৭ ঘণ্টা চেষ্টার পর চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের টানা প্রচেষ্টায় শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সিইপিজেড ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় পুরো রাত টানা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান সিইপিজেড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির হোসেন।

তিনি বলেন, “আজ সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা, তবে পুরোপুরি নির্বাপণ করা যায়নি এখনও। বর্তমানে ১৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণে কাজ করছে।”

ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বন্দর, আগ্রাবাদ, কালুরঘাট, চন্দনপুরা ও ইপিজেড স্টেশনের মোট ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও ভবনের ভেতরের কয়েকটি ফ্লোরে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে। আগের দিনও ভবনটিতে এক হাজারের বেশি শ্রমিক কাজ করছিলেন।