সাস্ট কেন্দ্রীয় এলামনাই কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা ২৭ সেপ্টেম্বর

জাগো জনতা অনলাইন।। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ‘সাস্ট কেন্দ্রীয় এলামনাই কমিটি’ গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩ টায় সাস্ট মিনি অডিটোরিয়ামে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
সাস্ট রসায়ন বিভাগ প্রথম ব্যাচের ছাত্র ও শাকসুর সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটু আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সাধারণ সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের ০১৭৭২৯৪২৯১৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।