সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা ২৫ অক্টোবর শনিবার সকাল ১১টায় পার্ক ভিউ হাসপাতালের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান স্বপন, ডা. মো. সালাউদ্দিন এম.এ.ইউ.এইচ. চৌধুরী, ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান এবং মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আনিসুল ইসলাম চৌধুরী।
এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আবছার উদ্দিন অলির সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কামাল পারভেজ এবং ‘আমাদের আলোকিত সমাজ’-এর চেয়ারম্যান এ.আর. মুহাম্মদ কামরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসুফ খান, অ্যাডভোকেট প্রতাপ পাল, আক্রেডিটেড আসিবুর রহমান, আওরঙ্গজেব সম্রাট, মোরশেদ আলম, রোজি চৌধুরী ও সালমা বেগম।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সামাজিক সংগঠনের ১২০ জন প্রশিক্ষণ গ্রহণ করেন। বক্তারা বলেন, আজকের এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালায় মানুষ নিজের ও অন্যের জীবন রক্ষায় সচেতন ও দক্ষ হয়ে উঠবে। একটি মানবিক ও নিরাপদ সমাজ গঠনে এ প্রশিক্ষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











