ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:০৬ অপরাহ্ন

সাভারে সরকারি কাজে বাধাসহ পুলিশের গাড়ি ভাংচুর মামলায় তিনজন গ্রেফতার

  • আপডেট: Monday, March 24, 2025 - 6:28 pm

ইউসুফ আলী খান।। ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট নিরসনে গতকাল উচ্ছেদ অভিযানকালে সরকারী কাজে বাধা প্রদান ও পুলিশের গাড়ীতে হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) ১১ টার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো ১। জসিম, ২। নয়ন, ৩। ইমরান। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে গত ২৩ মার্চ ২০২৫ রবিবার দুপুর আনুমানিক ০২.৪৫ ঘটিকায় সাভার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল আলম নেতৃত্বে নবীনগর চন্দ্রা মহাসড়কের অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা কালে বলিভদ্র বাসষ্ট্যান্ড পৌছাইয়া উচ্ছেদ অভিযান পরিচালনার একদল দুস্কৃতিকারী ও চাঁদাবাজ লাঠি সোটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া আক্রমন করিয়া সরকারী কাজে বাধা প্রদান সহ ইট পাটকেল নিক্ষেপ করিতে থাকে। একপর্যায় আসামীরা পুলিশের ব্যবহৃত ০২ টি গাড়ী ভাংচুর করিয়া ক্ষতি সাধন করে। এ সময় দুষ্কৃতিকারীদের হামলায় দুজন পুলিশ সদস্য আহত ও সরকারী গাড়ী ভাংচুর করে।

উল্লেখিত আসামীগন বে-আইনী জনতাবদ্ধে হয়ে বল প্রয়োগ ও সরকারী কর্তব্য কাজে বাধা প্রদান সহ উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করিয়া গুরুতর ও সাধারণ জখম করা সহ সরকারী গাড়ী ভাংচুর করে। এ সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় ২৯ জনের নাম উল্লেখ করে ৪০০/৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে একটি মামলা করা হয়। আশুলিয়া থানার মামলা নং-৬৬, তারিখ-২৪/০৩/২০২৫ খ্রি. ধারা- ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭ পেনাল কোড রুজু করা হয়েছে।

এ সময় আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, আমরা জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। হামলায় জড়িত থাকা অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য ঢাকা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।