সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

জাগো জনতা অনলাইন।। ঈদের দিনে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিনে সাভারের রাজাসন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল বরিশাল জেলার নুর মোহাম্মদ খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, তার স্বামী রুবেল দুই মাস যাবত সাভারের বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করতেন। রাত ১১ টার দিকে রুবেলের মোবাইল একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। তার কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে আরেক রুবেল গুলি করেছে। এ সময় তার সঙ্গে সোহাগ ও শামীম নামে আরও দুইজন ছিলেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে জানান তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।
মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
অপর দিকে সোমবার সাভার পৌর রাজাশন এলাকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০।
সাভার উপজেলা সরকারি হাসপাতালের ডিউটি ডাক্তার বলেন, রাজাসন থেকে কয়েক ব্যক্তি বেলা ৩টার দিকে তাকে মৃত অবস্থায় সরকারি হাসপাতালে আনে। তার মাথায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।