ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৪ - ১:০১ পূর্বাহ্ন

শিরোনাম

সাভারে কারখানায় চুরি হওয়া কাপড়ের রোল উদ্ধার, গ্রেফতার ১

  • আপডেট: Tuesday, July 25, 2023 - 6:00 pm

এইচ এম সাগর, সাভার প্রতিনিধি: সাভারের একটি তৈরি পোশাক কারখানার চুরি হওয়া কাপড়ের রোল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এক যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহিল কাফি।

পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের চানপুর এলাকার টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার বিভিন্ন রঙের কাপড়কের এক হাজার ১৬ টি রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে কাজী এন্ড সন্স এর মালিকানাধীন এর ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার রিপন মাইনুদ্দিন রোল গুলো নিয়ে সাভারে ওই কারখানার আসার জন্য রওয়ানা দেন। পরে মহাসড়কে কৌশলে ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার প্রায় ৩২ লক্ষ টাকার ৬৪ টি রোল চুরি করেন তিনি। পরে ওই ক্যাভার্ড ভ্যানটি সাভারের পোশাক কারখানায় আসলে কারখানা কতৃপক্ষের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি কাপড়ের রোল চুরি হওয়ার কথা শিকার করেন। পরে ২২ জুলাই কারখানার এডমিন সুপার ভাইজার মানিক হাওলাদার বেশ কয়েক জনের নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে সাভার মডেল থানা পুলিশ রাতে চট্টগ্রামে অভিযান পরিচালনা করে চুরি হওয়া সকল কাপড়ের রোল উদ্ধার করে আসামী রিপন মাইনুদ্দিনকে গ্রেপ্তার করে ও ক্যাভার্ড ভ্যানটিও জব্দ করেন। পরে দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে এসময় সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা, টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স লিমিটেডের চেয়ারম্যান কাজী মনির উদ্দিন তারিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।